গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। সোমবার (৭ আগস্ট) ভোর সোয়া ৫টায় দিকে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঘোষণা করেন।
মৃত আনোয়ার হোসেন (৬৬) কুমিল্লার মেঘনা থানার বড়ইয়া কান্দি এলাকার মজিদ সরকারের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, ২০০৬ সালে মতিঝিল থানার ১২(৯)০৬ নং মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন আনোয়ার হোসেন। সোমবার ভোর পৌনে ৫টার দিকে হঠাৎ কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করে। গত ২০১৫ সালের ৯ জানুয়ারি থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।
কাশিমপুর সিকিউরিটির কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, অসুস্থ হয়ে পড়লে আনোয়ার হোসেনকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাদের মত ঘোষণা করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/ বিএম শহিদুল