মঙ্গলবার । ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ । ১লা আশ্বিন, ১৪৩২

মানবাধিকার লঙ্ঘনকারী সরকারগুলো সবসময় একই ধরনের কাজ করে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

মানবাধিকারের পক্ষে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের আগ্রহ কেবল যে নীতিগত বিষয় তা নয়, এটি দেশটির জাতীয় নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে ব্লিঙ্কেন।

আজ (সোমবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল পেইজ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সংবলিত একটি পোস্ট করা হয়েছে।

এন্টনি জে ব্লিঙ্কেন বলেছেন, যেসব সরকার মানবাধিকার লঙ্ঘন করে তারা প্রায় সবসময় একই ধরনের কাজ করে। যেমন: (অন্যকে) হামলা করা, জবরদস্তি করা এবং অন্যান্য দেশকে হুমকি দেওয়া বা বাণিজ্যের নিয়ম ভঙ্গ করা। যুক্তরাষ্ট্র সকলের জন্য মানবাধিকারের পক্ষে তার অবস্থান বহাল রাখবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন