দিঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী জিয়াউর রহমান দুর্জয় (৩২) সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযানে অভিযান অব্যাহত রয়েছে।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, শনিবার (৫ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে জিয়াউর রহমান দুর্জয় তার নিজ মাছের ঘের থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন
এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাকে লোহার, রড হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। পূর্বশত্রুতার তার জের ধরে এ ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার জানান, গতকাল শুক্রবার বারাকপুর ইউনিয়নের লাখোয়াটী গ্রামে আহত যুবলীগ নেতা জিয়াউর রহমান দুর্জয়ের একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠানে একটি তুচ্ছ ঘটনার জের ধরে আজ তিনি হামলার শিকার হন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে দিঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী জিয়াউর রহমান দুর্জয়কে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমানসহ দিঘলিয়া উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/কেডি