খান জাহানআলী থানার তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত খুলনার ঐতিহ্যবাহী গভঃ ল্যবরেটরি হাই স্কুলের শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা ও অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার ( ৩ আগস্ট) বেলা১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী ছালাহউদ্দিন জুন্নুর।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম সাইফুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম জহুরুল ইসলাম, এস এম তৈমুর রেজা, সহকারি শিক্ষক শারিফুল ইসলাম, অভিভাবকদের মধ্যে বক্তৃতা করেন মোঃ শফিউদ্দিন শফি, বিধান চন্দ্র রায়, জেসমিন আরা খাতুন, সাবিনা আক্তার পারভীন, সুপ্রিয়া চৌধুরী, ফারহানা জোবায়ের।
সভাই বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিক্ষার গুণগত মানোন্নয়নে এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সকলের সহযোগিতা চাইলেন। এ সময় তিনি বলেন শিক্ষার্থীকে তার লক্ষে পৌছে দিতে আমাদের সকলের সমন্বতি প্রচেষ্ঠা থাকা একান্ত দরকার।
গভঃ ল্যাবরেটরি হাই স্কুল শিক্ষা পরিবার এ অভিভাবক সমাবেশের আয়োজন করে।বিদ্যালয়ের ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত পর্যায়ক্রমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে। অভিভাবক সমাবেশ থেকে উঠে আসা বিভিন্ন পরামর্শের ভিত্তিতে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আরো প্রতিশীল করার লক্ষ্যে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/ বিএম শহিদুল