শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২
মাঠে গড়ালো বিসিবি প্রেসিডেন্ট কাপ ক্রিকেট

উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নাজমুল একাদশ

ক্রীড়া প্রতিবেদক

আকাশে মেঘের ঘনঘটা, উইকেট ও আউটফিল্ডের অনেকটাই ঢাকা কভারে। যথাসময়ে টস হওয়া নিয়ে শঙ্কা ছিল যথেষ্ঠই। তবু কয়েক মিনিটের বেশি দেরি হয়নি বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচের টস।

যেখানে কয়েন ভাগ্যে জয়লাভ করেছেন নাজমুল শান্ত একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি আগে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মাহমুদউল্লাহ একাদশকে।

দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচ। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচুর। আকাশ কালো হয়ে আছে বেশ লম্বা সময় ধরে। এর মাঝেই উইকেটের কভার সরিয়ে করা হয়েছে টস।

যথাসময়ে খেলা শুরু হলে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ হতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতারে চলতি ধারাবিবরণী পাওয়া যাবে। এর বাইরে র‍্যাবিটহোলবিডির ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হবে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন