বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

আর্জেন্টাইন ডিফেন্ডারের পা ভেঙে মার্সেলোর কান্না (ভিডিও)

ক্রীড়া প্রতিবেদক

লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তাদোরেসের ম্যাচে ঘটেছে এক দুঃখজনক ঘটনা। আর্জেন্টাইন ডিফেন্ডার লুসিয়ানো সানচেসকে ট্যাকল করতে গিয়ে তার পা ভেঙে ফেলেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো।

মঙ্গলবার (১ আগস্ট) আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে মাঠে নামে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনার আর্জেন্টিনোস জুনিয়র্স। ব্রাজিলের ক্লাবটির হয়ে খেলতে নামেন তারকা ফুটবলার মার্সেলো।

ম্যাচের ৫৫ মিনিটে বল কাটানোর চেষ্টা করছিলেন মার্সেলো। সেই সময় ছুটে এসে বাঁ পা বাড়িয়ে দেন লুসিয়ানো সানচেস। মার্সেলোর পা গিয়ে পড়ে সানচেজের বাড়িয়ে দেওয়া পায়ের ওপর। ঠিক তখন পা ভেঙে উল্টো দিকে একদম মুচড়ে যায় সানচেসের। রেফারি লাল কার্ড দেখান মার্সেলোকে।

সানচেসের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন মার্সেলো। মাঠ ছাড়ার সময় কান্না করতে থাকেন এই ব্রাজিলিয়ান। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর্জেন্টাইন ডিফেন্ডারকে। পরে ইনস্টাগ্রামে সানচেজের জন্য শুভকামনা জানিয়ে মার্সেলো জানান তার ট্যাকেলটি অনিচ্ছাকৃত ছিল।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন