এলপিএলে সাকিব আল হাসান ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডারের আলো ছড়ানো ম্যাচে বি-লাভ ক্যান্ডির বিপক্ষে তার দল গল টাইটানস পেয়েছে ৮৩ রানের জয়।
মঙ্গলবার (১ আগস্ট) লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান তোলে গল। জবাবে ক্যান্ডি অলআউট হয় ১৭.১ ওভারে ৯৭ রানে। ব্যাট হাতে সাকিব করেন ২১ বলে ৩০ রান এবং বল হাতে ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
ব্যাটিংয়ে গল টাইটানস যখন ধুঁকছিল (৯.২ ওভারে ৬০ রান তুলতে তারা হারায় ৩ উইকেট), তখনই ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান। টিম সাইফার্টের সঙ্গে গড়ে বসেন ৫২ বলে ৯৫ রানের দুর্দান্ত এক জুটি। রানআউটের ফাঁদে পড়ে ফেরার আগে ২ ছক্কায় সাকিব করেন ২১ বলে ৩০ রান। কিউই ব্যাটসম্যান সাইফার্ট করেন ৩৯ বলে ১৮৯.৭৪ স্ট্রাইক রেটে ৭৪ রান। শেষ পর্যন্ত গল থামে ১৮০ রানে।
বল হাতেও বাংলাদেশের অধিনায়ক ছিলেন দারুণ। ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। এর মধ্যে বিপদজনক আসিফ আলীর উইকেটও ছিল। বি-লাভ ক্যান্ডির ইনিংস থামে একশ’র আগে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আসেন বান্দারা।
খুলনা গেজেট/ বিএম শহিদুল