মঙ্গলবার । ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ । ১লা আশ্বিন, ১৪৩২

অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ৫টি ফৌজদারি মামলায় সাধারণ ক্ষমা পেয়েছেন। তবে এখনই মুক্ত হচ্ছেন না তিনি। তার বিরুদ্ধে এখনও ১৪টি মামলা চলমান রয়েছে।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ৭ হাজারেরও বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের সাজাপ্রাপ্ত আসামি অং সান সু চিকেও ক্ষমা করেছেন রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান।

একটি আইনি সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে কয়েকটি মামলায় সাজা ক্ষমা করা হলেও আরও ১৪টি মামলা থাকায় তাকে এখনই মুক্তি দেওয়া যাবে না। ১৯টির মধ্যে মাত্র ৫টি মামলায় তাকে ক্ষমা করা হয়েছে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বন্দি আছেন তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন