বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ১০ আগস্ট শুরু

গে‌জেট ডেস্ক

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ১০ আগস্ট থেকে শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে। ভর্তি প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

সোমবার (৩১ জুলাই) একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্তকরণ সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তির অনলাইন আবেদনের জন্য শিক্ষার্থীদের ১৫০ টাকা ফি দিতে হবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবেন।

অধ্যাপক তপন কুমার বলেন, ‘ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর ৮ অক্টোবর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।’

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন