খুলনা, বাংলাদেশ | ২ আষাঢ়, ১৪৩১ | ১৬ জুন, ২০২৪

Breaking News

  রাঙামাটিতে বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
  রাজধানীর বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
  কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে লিচুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই খাদ্য কর্মকর্তা নিহত

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চুয়াডাঙ্গা সদর খাদ্যগুদামের দুই কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের কুলপালা গ্রামের আখ সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গার জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ও উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সাইদুর রহমান।

চিৎলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. রকিবুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার খাদ্যগুদামের দুই কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হন। দুজনের বাড়ি মেহেরপুর জেলায়। তারা মোটরসাইকেলযোগে মেহেরপুরে যাচ্ছিলেন বলে জানা গেছে।

খুলনা গেজেট/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!