সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

পাইরেসির কবলে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’!

বিনোদন ডেস্ক

মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেছে রণবীর-আলিয়ার ছবির এইচডি প্রিন্ট। বড় ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বেন নির্মাতারা, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর-আলিয়ার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এর মধ্যেই একাধিক বেআইনি সাইটে দেখা যাচ্ছে সিনেমাটি। তাও ঝকঝকে এইচডি প্রিন্ট। শত চেষ্টা করেও পাইরেসি রুখতে ব্যর্থ নির্মাতা-ডিস্ট্রিবিউটর-হল মালিকরা।

যার ফলে বড় ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বেন নির্মাতারা, আশঙ্কা এমনটাই। দীর্ঘ সময় ধরেই পাইরেসির সঙ্গে লড়াই চালাচ্ছে গোটা ইন্ডাস্ট্রি, শত চেষ্টা করেও হিন্দি ছবির পাইরেসি রুখতে ব্যর্থ নির্মাতা-ডিস্ট্রিবিউটর-হল মালিকরা।

মুক্তির প্রথম দিন বক্স অফিসে ১১ কোটি রুপির ব্যবসা করেছে এই ছবি। এই ছবির মাধ্যমে প্রায় সাত বছরের বিরতির পর পরিচালনায় ফিরলেন করণ জোহর।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজমি ও ধর্মেন্দ্র। পর্দায় আরও দেখা গেছে কলকাতার অভিনয়শিল্পী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটারায় চৌধুরীকেও।

পাঞ্জাবি ছেলে রকি ও বাঙালি মেয়ে রানির প্রেমের গল্প উঠে এসেছে এই ছবিতে। শিক্ষিত, সংস্কৃতিমনা বাঙালি পরিবারের সাংবাদিক মেয়ে রানি, অন্যদিকে বেশি পড়াশোনা না জানা, ফিটনেস পাগল, ধনী পরিবারের ছেলে রকি। দুই ভিন্ন সংস্কৃতির মানুষের পরস্পরের প্রেমে পড়া এবং তাদের প্রেম পূর্ণতা পাওয়া নিয়ে কাঠখড় পোড়ানোর গল্প নিয়ে এগিয়েছে এই ছবি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন