শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

আইইবি খুলনা কেন্দ্রের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি”। এই স্লোগানকে সামনে রেখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) খুলনা কেন্দ্রের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। আইইবি’র ২৫৫ তম কাউন্সিল সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

শনিবার (২৯ জুলাই) আইইবি’র খুলনা কেন্দ্রের সোনাডাঙ্গা নতুন ক্যাম্পাসে এ বৃক্ষরোপণ পালনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) খুলনা কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান ও খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ (পি, ইঞ্জিঃ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি’র খুলনা কেন্দ্রের চেয়ারম্যান ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সোবহান মিয়া। সঞ্চালনা করেন আইইবি’র খুলনা কেন্দ্রের সম্পাদক মাহমুদুল হাসান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের অন্যান্য সম্পাদক, সদস্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম

 

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন