শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

সিটি কলেজের প্রাক্তন শিক্ষার্থী রি-ইউনিয়নের রেজিস্টেশন শুরু

গে‌জেট ডেস্ক

সরকারি এম এম সিটি কলেজের প্রথম ‘রি ইউনিয়ন’ এর রেজিষ্ট্রেশন উদ্বোধন করলেন কলেজের সাবেক ছাত্র খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক।

শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টায় নগরীর একটি হোটেলে  এ সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের প্রথম ‘রি ইউনিয়ন’ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করেন।  পরবর্তীতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন খুলনার  রাজনৈতিক ব্যক্তিত্ব সিটি কলেজের সাবেক ছাত্র  এম ডি এ বাবুল রানা।

খুলনা সিটি কর্পোরেশনের  মেয়র  তালুকদার আব্দুল খালেক  সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ এ ১৯৬৯ ভর্তি হয়ে ১৯৭৪ এ গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন। তাঁর রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে এখন থেকে সকলে অনলাইন এবং অফলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।- খবর বিজ্ঞপ্তির




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন