রামপালে আলহাজ্ব সুপিয়া বেগম দাখিল মহিলা মাদরাসা আবারও বাগেরহাট জেলার মধ্যে সেরা হয়েছে। গত ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে দাখিল পরীক্ষায় দুর্দান্ত সাফল্য ধরে রেখেছে।
এ বছর রামপাল উপজেলা থেকে মোট ১৭ টি মাদরাসার ৪২৪ জন দাখিল পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ২০ জন। কৃতকার্য্য হয়েছে ৩৯৫ জন। অকৃতকার্য্য হয়েছে ২৯ জন। পাশের হার ৯৩.১৬ ভাগ।
কয়েকটি মাদরাসার শতভাগ পাশ করলেও বাইনতলা দাখিল মাদরাসার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন অকৃতকার্য্য হয়েছে। জিপিএ-৫ পাওয়া মাদরাসা গুলোর মধ্যে সুপিয়া বেগম দাখিল মহিলা মাদরাসায় ৭ জন, গোবিন্দপুর এ জে এস ফাজিল মাদরাসায় ১ জন, মল্লিকেরবেড় মাদরাসায় ২ জন, সোনাতুনিয়া আজিজিয়া ফাজিল মাদরাসায় ৩ জন ও ইসলামাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার ২ জন।
ধারাবাহিক সাফল্য ধরে রাখার বিষয়ে কথা হয় সুফিয়া বেগম মহিলা দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব মো. খলিলুর রহমানের সাথে। তিনি জানান, আমাদের তরুণ কিছু চৌকশ শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। লেখাপড়ার পাশাপাশি তাদের ফলোআপ করা হয়। যে কারণে ধারাবাহিক সফলতা আসছে। এ এছাড়াও অভিভাবক, এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির বিশেষ সহায়তায় সাফল্য মিলছে। এ জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানান।
খুলনা গেজেট/এসজেড