বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

বিএনপির মহাসমাবেশ নয়াপল্টনে

গেজেট ডেস্ক

নয়াপল্টনেই মহাসমাবেশ করবে বিএনপি। এজন্য সমাবেশের তারিখ একদিন পিছিয়ে শুক্রবার নির্ধারণ করা হয়েছে। বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এরআগে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিএনপিকে জানানো হয়, বৃহস্পতিবার নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া সম্ভব নয়। এক্ষেত্রে গোলাপবাগে চাইলে দলটি সমাবেশ করতে পারে। পরে এ নিয়ে পর্যালোচনায় বসেন বিএনপির শীর্ষ নেতারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সিদ্ধান্তের কথা জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন