বাগেরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি তৈরি ও মিস্টির মধ্যে পোকা পাওয়ায় অনিক সুইটস নামের একটি মিস্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।শহরের রেল রোডস্থ ওই দোকানে অভিযান চালিয়ে এই জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এসময় প্রতিষ্ঠানের কর্মচারীদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। স্বাস্থ্যকর পরিবেশে মিস্টান্ন তৈরি এবং ঢেকে রাখার জন্য বলা হয়।
পরে একই এলাকার ফুড গ্যালারী নামক একটি ফাস্টফুডের দোকানকে মেয়াদউত্তির্ণ পাওরুটি এবং অনুমোদনহীন চায়না লবন সংরক্ষনের অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টান্ন তৈরি এবং মিস্টিতে পোকা পাওয়ায় এক মিস্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি একটি ফাস্টফুডের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
খুলনা গেজেট/ বিএম শহিদ