বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ফাইনালে ভারতকে ৩৫৩ রানের লক্ষ্য দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে পাত্তা দেয়নি ভারত। তবে ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করেছে পাকিস্তান ইমার্জিং দল। টপ অর্ডারের দৃঢ়তার পর মিডল অর্ডারের তাইয়েব তাহির সেঞ্চুরি করেছেন। তাদের ব্যাটে ৮ উইকেটে ৩৫২ রানের বিশাল সংগ্রহ পেয়েছে পাকিস্তান।

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে ব্যাট করতে নামে পাকিস্তান ইমার্জিং দল। ওপেনিং জুটিতে ১৭.২ ওভারে ১২১ রান যোগ করে তারা। সিয়াম আইয়ূব ৫১ বলে সাত চার ও দুই ছক্কায় ৫৯ রান করে ফিরে যান।

এরপর আউট হওয়া অন্য ওপেনার সাহিবজাদা ফারহান খেলেন ৬২ বলে ৬৫ রানের ইনিংস। চারটি চার ও চারটি ছক্কা তোলেন তিনি। তিনে নামা ওমার ইউসুফও রান পেয়েছেন। তার ব্যাট থেকে আসে ৩৫ রান।

তারা সেট হলে ফিরলেও চারে নামা তাইয়েব তাহির ছিলেন দুর্দান্ত। তিনি শুরু থেকেই সাবলীল ব্যাটিং শুরু করেন। তার ব্যাট থেকে আসে ৭১ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস। ১২টি চার ও চারটি ছক্কা হাঁকান পাকিস্তানের ২৯ বছর বয়সী এই ব্যাটার। এছাড়া শেষ দিকে মোবাসির খান ৩৫ রানের ইনিংস খেলেন।

খুলনা গেজেট/ বিএম শহিদুল ইসলাম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন