আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা পেতে যাচ্ছেন ভারতের নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কাউর। এছাড়া তিনটি ডি মেরেটি পয়েন্ট পাবেন তিনি। রোববার একজন ম্যাচ অফিসিয়াল বিয়ষটি জানিয়েছেন।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশ নারী ক্রিকেট দল তিন ম্যাচের সিরিজের শেষটি খেলতে মাঠে নেমেছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের ৩৪তম ওভারে আউট হওয়ায় আম্পায়ারের সিদ্ধান্তে অনাস্থা জানিয়ে স্টাম্প ভাঙেন ভারতের নারী দলের অধিনায়ক হারমানপ্রীত।
ম্যাচ শেষে আম্পায়ারিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। জানান যে, খুব বাজে আম্পায়ারিং হয়েছে। বিস্মিত তিনি। পরবর্তীতে বাংলাদেশে আসলে এসব বিষয়ের জন্য প্রস্তুতি নিয়ে আসবে।
ম্যাচ অফিসিয়াল জানিয়েছেন, হারমানপ্রীত আইসিসির আচরণবিধির দ্বিতীয় ধারা ভেঙেছেন। মাঠে স্টাম্প ভেঙে যে আচরণ তিনি প্রদর্শন করেছেন তার জন্য ম্যাচ ফি ৫০ শতাংশ এবং প্রেজেন্টেশনের সময় যে কথা বলেছেন তার জন্য ম্যাচ ফির ২৫ শতাংশ কর্তন করা হবে।
এছাড়া মাঠে বাজে আচরণ করায় দুটি এবং প্রেজেন্টেশনে আম্পায়ারিং নিয়ে মন্তব্য করায় তিনি একটি ডি মেরেটি পয়েন্ট পাবেন।
ভারতের নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ওয়ানডে খেলার জন্য ৬ লাখ রুপি বেতন পান। এর থেকে ৭৫ শতাংশ কাটা গেলে সাড়ে চার লাখ রুপি কাটা যাবে হারমানপ্রীতের। বাংলাদেশের হিসেবে যা প্রায় ৬ লাখ টাকা।
খুলনা গেজেট/এনএম