শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২
বন্ধু’র সমতা প্রকল্পের উদ্বোধন

‘অবজ্ঞা নয়, ভালোবাসা দিয়েই তৃতীয় লিঙ্গের মানুষদের মূলস্রোতে আনতে হবে’

নিজস্ব প্রতি‌বেদক

বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সমতা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, তৃতীয় লিঙ্গের মানুষদেরকে অবজ্ঞা নয়, বরং তাদেরকে আদর, স্নেহ ও ভালোবাসা দিয়েই সমাজের মূলস্রোতে আনতে হবে। এজন্য আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে বলেও বক্তারা উল্লেখ করেন। বিশেষ করে তৃতীয় লিঙ্গের(হিজড়া) মানুষদেরকে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে দূরে সরিয়ে দেয়া হলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হতে পারে। এজন্য এসডিজি বাস্তবায়নে অবশ্যই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সাথে সাথে ইতিবাচক মনোভাব আনারও আহবান জানান বক্তারা।

বৃহস্পতিবার সকালে খুলনা নগরীর হোটেল গ্রান্ড প্লাসিডে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক(এলএ) আতিকুল ইসলাম।

প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে এবং ডেপুটি ম্যানেজার তামিমা নাসরিনের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সুশাসনের জন্য নাগরিক-সুজন’র মহানগর কমিটির সম্পাদক অধ্যাপক রমা রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের জেসমিন নাহার, ব্লাষ্টের সমন্বয়কারী এড. অশোক কুমার সাহা, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক জিএম রেজাউল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক আল-ফারুক, বাংলানিউজের ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, এনজিও ফোরামের লুৎফুর রহীম, বন্ধু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্যানেল ল’ইয়ার এড. পপি ব্যানার্জি, যুব উন্নয়ন অধিদপ্তরের সদর কার্যালয়ের কর্মকর্তা শেখ মাহবুবুর রহমান, নক্ষত্র যুব কল্যাণ সোসাইটির সভাপতি পাখি দত্ত প্রমুখ।

সভা শেষে কেক কেটে বন্ধু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমতা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন