দুদকের পিপি সিনিয়র আইনজীবী শেখ মোহাম্মদ লুৎফুল কবীর নওরোজকে ‘পরিকল্পিতভাবে হত্যার’ প্রতিবাদে খুলনা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন কর্মসূচি আজ বুধবার সকালে অনুষ্ঠিত হয়। বৃহত্তর খুলনা আইনজীবী কল্যাণ সমিতি ও খুলনা জেলা আইনজীবী ঐক্য পরিষদ এর আয়োজক।
এ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা বারের সাবেক সভাপতি ভাষা সৈনিক মোল্লা বজলুর রহমান, প্রাক্তন সভাপতি শেখ মোহাম্মাদ আজিজ, গাজী আব্দুল বারী, মোহাম্মদ ইউনুস, এস আর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রাহমান নান্নু, পিষুস কান্তি দত্ত, দুদকের পিপি সেলিম আল আজাদ, মানবাধিকার ব্যক্তিত্ব মোমিনুল ইসলাম, লস্কর শাহ আলম, জাকিরুল ইসলাম, আলফাজ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, জিল্লুর রহমান, চৌধুরী তৌহিদুর রহমান তুষার, শাহানুর পারভেজ প্রমুখ।
বক্তারা নিন্দা জ্ঞাপন করে নৃশংস এ হত্যাকান্ডের সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও আসামিদের গ্রেপ্তারপূর্বক বিচারে সোপর্দ করার দাবি জানান।
মানববন্ধনে নিহত আইনজীবীর স্ত্রী জেসমিন নাহার এবং দুই পুত্র ও বোন উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ বিএম শহিদ