বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

নাজিবউল্লাকে ফিরিয়ে জুটি ভাঙলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

মিরাজ আগের ব্যাটারদের চেয়ে কিছুটা ধরে খেলার লক্ষ্যে জুটি বেধেছেন মোহাম্মদ নবি ও নাজিবউল্লাহ। এখন পর্যন্ত এই দুজন সর্বোচ্চ ৩৫ রানের জুটি গড়েছেন। তবে সেই জুটি গলার কাটা হওয়ার আগেই নাজিবউল্লাহকে ফিরিয়েছেন মেহেদী মিরাজ। পেছনে খেলতে গিয়ে ব্যাটের কানা লেগে তালুবন্দী হয়েছে উইকেটরক্ষক লিটন দাসের। নাজিব ফিরেছেন ২৩ রান (২৩ বল) করে।

এর আগে আফগানদের লাগাম টেনে ধরেছেন সাকিব-মুস্তাফিজ। বেশ তাড়াহুড়ো করছিলেন আফগানিস্তানের ব্যাটাররা। দ্রুত উইকেট হারালেও পরবর্তী ব্যাটাররা স্ট্রাইক করে খেলছিলেন। এক সময় ৭-এর ওপরে গড় থাকা দলটি ১১ ওভার শেষে ৬ গড়ে নিয়েছে ৬৬ রান। লাগামটা মূলত টেনে ধরেছেন সাকিব-মুস্তাফিজ। দুই ওভারে ৪ গড়ে ৮ রান দিয়েছেন মুস্তাফিজ। সাকিব তো আরও হিসেবী, ২ ওভারে তিনি দিয়েছেন মাত্র ৭ রান। নিয়েছেন একটি উইকেট।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন