বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

আক্রমণে এসেই সফল সাকিব

ক্রীড়া প্রতিবেদক

দ্রুতগতিতে রান তোলার লক্ষ্য নিয়ে খেলছিল আফগানিস্তান। পরপর তিন ওভারে উইকেট হারালেও রান তোলায় কোনো কমতি রাখছিল না তারা। শরীফুলের করা শর্ট, ওয়াইড দুই বলেই চার মেরেছেন মোহাম্মদ নবি। এরপর অষ্টম ওভারে আক্রমণে আসেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথম বলে ১ রান দিয়ে ডট, পরের বলে ফের সিঙ্গেল দিয়ে চাপে ফেললেন করিম জানাতকে। চাপ কমাতে উড়িয়ে মারতে গিয়ে মিড-অফে নাজমুল হোসেন শান্তর তালুবন্দী হয়েছেন। জানাত ফিরেছেন মাত্র ৩ রান করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৮.১ ওভারে ৪ উইকেটে আফগানদের সংগ্রহ ৫৪ রান।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন