শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

রূপসা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত সংক্রান্ত সভা

নিজস্ব প্রতিবেদক

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক অবশিষ্ট ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান এবং রূপসা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত সংক্রান্ত বিষয় উপজেলা পর্যায়ে যৌথ সভা ১২ জুলাই সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় ভিডিও জুমে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের।

বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন, নৈহাটী ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, টিএসবি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শেখ, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, আইচগাতী ইউপি সচিব মোঃ রাসেল বিল্লাহ প্রমূখ।

খুলনা গেজেট/ বিএম শহিদুল ইসলাম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন