বাগেরহাটে রামপাল বিদ্যুৎকেন্দ্রে আবারও উৎপাদন শুরু হয়েছে। কারিগরি ত্রুটির কারণে ১০ দিন বন্ধ থাকার পর সোমবার (১০ জুলাই) কেন্দ্রটির প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্ৰিডে সরবরাহ শুরু হয়েছে। এর আগে গেল ৩০ জুন রাত ৮টা ৪৬ মিনিটে কারিগরি ত্রুটির কারণে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ত্রুটি সারিয়ে ১০ জুলাই সন্ধ্যা ৭টায় আবার উৎপাদন শুরু হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) এস এম ওয়াজেদ আলী সরদার বলেন, প্রায় ১০দিন বন্ধ থাকার পরে ১০ জুলাই সন্ধ্যা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ চাহিদা অনুযায়ী জাতীয় গ্রীডে সরবরাহ করছে কেন্দ্র কর্তৃপক্ষ।
এ বিষয়ে কথা বলার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার ফোন করা হলেও, কেউ ফোন ধরেননি।
কেন্দ্রটির তথ্য অনুযায়ী, ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৩২০ মেগাওয়াট। এই বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট আছে, যার প্রতিটি ৬৬০ মেগাওয়াটের। দুটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটি গত বছরের ১৭ ডিসেম্বর বাণিজ্যিক উৎপাদনে আসে। এরপর থেকে সময়ে কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে বন্ধ ছিল প্রথম ইউনিটের উৎপাদন।
খুলনা গেজেট/এসজেড