গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় ব্যবসায়ী লুৎফর মোল্লা হত্যা মামলায় তিন আসামীকে মৃত্যুদন্ডের রায় দিয়েছে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত। এসময় প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়।
আজ সোমবার গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় সকল আসামীরা উপস্থিত ছিলেন।
আদালত ও মামলা সূত্রে জানাগেছে, বিগত ২০২১ সালের ৭ অক্টোবর সন্ধ্যার সময় লুৎফর মোল্যা টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে চা খেয়ে পাওনা টাকা নিয়ে একই উপজেলার চরকুশলী ভ্যান যোগে রওনা হন। রাত দশটার দিকে ভ্যান থেকে নামার পর লুৎফর মোল্যার মোবাইল ফোনে একটি কল আসে। সেখান থেকে তিনি ফোনে কথা বলতে বলতে হেটে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে ওই এলাকার সোলাইমান শিকদারের বাগানের কাছে পৌঁছলে কে বা কারা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম অবস্থায় তাকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় নিজামুল মোল্যা নিহত লুৎফর মোল্লা ছেলে সজীব মোল্যাকে ফোনে বিষয়টি জানালে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার পিতাকে মৃত অবস্থায় দেখতে পায়।
এঘটনায় নিহতের ছেলে সজীব মোল্যা বাদি হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা টুঙ্গিপাড়া থানার পরিদর্শক এ কে এম সুলতান মাহমুদ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার দুপুরে এ মামলার মফিজুর রহমান ওরফে মফিজ হাওলাদার, আব্দুল্লাহ শিকদার ও সাজেদুল ইসলামকে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন।
এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী আজগর আলী খান। তবে এ রায়ে অসন্তোস প্রকাশ করে উচ্চ আদালতে যাবার ঘোষনা দিয়ছেন আসামীপক্ষের আইনজীবী আবু সুফিয়ান মোল্যা।
খুলনা গেজেট/ বিএম শহিদ