আফগানিস্তানের দেওয়া ৩৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ১৮৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টাইগারদের ১৪২ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন মুশফিক। আফগানিস্তানের মুজিব ও ফারুকি নেন তিনটি করে উইকেট।
এর আগে, গুরবাজ ও জাদরানের দুর্দান্ত শতকে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৩১ রান করে আফগানিস্তান। টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানকে দুর্দান্ত শুরু এনে দেন দলটির দুই ওপেনার গুরবাজ এবং জাদরান। টাইগার বোলারদের ওপর চড়া হয়ে মারমুখী ব্যাটিংয়ে আফগানিস্তানকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন এই দুই ওপেনার।
দ্বিতীয় ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৪৩.২ ওভারে ১৮৯ (মোস্তাফিজ ৭*; মুশফিক ৬৯, হাসান ৪, মিরাজ ২৪, আফিফ ০, সাকিব ২৫, হৃদয় ১৬, নাঈম ৯, শান্ত ১, লিটন ১৩)
আফগানিস্তান ৫০ ওভারে ৩৩১/৯ (মোহাম্মদ নবী ২৫*; ফারুকী ১, মুজিব ৫, ওমরজাই ২, রশিদ ৬, ইব্রাহিম ১০০, রহমানউল্লাহ গুরবাজ ১৪৫, রহমত শাহ ২, হাশমতউল্লাহ শহীদী ২, নাজিবউল্লাহ জাদরান ১০)
খুলনা গেজেট/কেডি