শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

প্রতারণার ফাঁদ `গার্লস সার্ভিস খুলনা’ ফেসবুক পেজ !

নিজস্ব প্রতিবেদক

‘গার্লস সার্ভিস খুলনা’ নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা শুরু করেছে একটি চক্র। মেয়েদের দিয়ে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং মাধ্যমে ছেলেদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।

অনুসন্ধানে জানা গেছে, ‘গার্লস সার্ভিস খুলনা’ নামে ফেসবুক পেজটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে চালু হয়। গুগল ফাইন্ড ইমেজ সোর্স থেকে জানা যায়, তারা প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন সাইট থেকে সংগ্রহ ছবি সংগ্রহ করে। পরবর্তীতে কপিরাইট ভঙ্গ করে ওই ছবিগুলো ব্যবহার করেছে। পেজের নিচে লেখা আছে any kind of boy and girls found here । পেজটির ফলোয়ার ইতিমধ্যে ৫ হাজার অতিক্রম করেছে।

পেজটিতে মোবাইল নম্বর হিসেবে রয়েছে ০১৭১৪৫৩১৮৫৫ । জনৈক ফিরোজ শেখ নামে একজন এই প্রতারক চক্রের হোতা হিসেবে নাম উঠে এসেছে। এরা ফাঁদে ফেলে রকেট বা নগদের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। একাধিক ভুক্তভোগী  বিষয়টি খুলনা গেজেটকে জানিয়েছেন।

অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, প্রতারক চক্রটি সংঘবদ্ধ। তাঁদের প্রধান ঘাটি খুলনা নগরীর ময়লাপোতা মোড় এলাকায়। প্রতারণার বিষয়ে প্রতিবাদ করা হলে চক্রটি বিভিন্নভাবে হুমকি প্রদান করে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন