খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

খুলনায় সাংবাদিকদের নিয়ে ফ্যাক্টচেকিং প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ২৮ জন সাংবাদিকের অংশগ্রহণে শেষ হলো দুইদিনব্যাপী ফ্যাক্টচেকিং প্রশিক্ষণ। শনিবার খুলনার হোটেল গ্রান্ড প্ল্যাসিডে সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনায় সুশাসনের জন্য নাগরিক-সুজন সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। এসময় তিনি বলেন, যেকোনো সময়েই সাংবাদিকেরাই সাধারণ মানুষের মূল ভরসার জায়গা। প্রশিক্ষণ পাওয়া সাংবাদিকেরা সত্য তথ্য প্রকাশে আরও দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুইদিনের এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ২৮ জন সাংবাদিক। তারা বলেন, নির্বাচনের বছরে গুজব প্রতিরোধে এটি সময়োপযোগী প্রশিক্ষণ। বাংলাদেশ ফ্যাক্টচেকিং নেটওয়ার্ক নামে ফেসবুকভিত্তিক এক প্ল্যাটফর্মে যুক্ত হোন তারা। যেখানে তথ্যের সত্যতা যাচাই ও গুজব প্রতিরোধে পরস্পরকে সহযোগিতা করবেন সাংবাদিক ও বিশেষজ্ঞরা।

অ্যাডভান্সিং লোকাল ইলেক্ট্রোরাল রিপোর্টিং (অ্যালার্ট) ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মসূচি আয়োজন করে সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ- সিসিডি বাংলাদেশ। সহযোগিতা করছে ইউরোপীয়ন ইউনিয়ন ও ইন্টারনিউজ।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!