খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

অবশেষে মেসিকে নিয়ে কর্মসূচি ঘোষণা করল মায়ামি

ক্রীড়া প্রতিবেদক

লিওনেল মেসি এখন মেজর লিগে সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির, খবরটি মেসি ভক্তদের জন্য বেশ পুরনো। কিন্তু মেসি ক্লাবটিতে যোগ দিচ্ছেন তার আনুষ্ঠানিকতা কিংবা কবে পরিচয় করিয়ে দেয়া হবে আর কবেই বা মাঠে নামবে সে বিষয়ে নিশ্চয়তা পাচ্ছে না তারা। অবশেষে সুখবর এলো মেসি ভক্তদের জন্য।

শুক্রবার (৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইন্টার মায়ামি ঘোষণা দিয়েছে কবে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী স্ট্রাইকারকে পরিচয় করিয়ে দিবে তারা। মায়ামি জানায়, আগামী ১৬ জুলাই মেসিকে ক্লাবটির জার্সিতে তাদের স্টেডিয়ামে উপস্থান করা হবে। ওইদিনই তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে মেসির। খবর আরএমসি স্পোর্টস।

এছাড়া আগামী ২১ জুলাই প্রথমবারের মতো মায়ামির জার্সিতে খেলতে নামতে পারেন মেসি। এমনটাই জারা গেছে।

প্রেস বিজ্ঞপ্তির কর্তৃপক্ষ জানায়, ‌‘আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এমএলএস একটি অনুষ্ঠান আয়োজন করেছে। যেখানে খেলোয়াড় ও ক্লাবের পক্ষ থেকে বক্তৃতা ও আরও কিছু বিষয় থাকবে। এই বিষয়ে বিস্তারিত জানানো হবে শিগগিরই।’

ওই অনুষ্ঠানের শিরোনাম হতে পারে ‘দ্য আনভেইলিং’ (উন্মোচন), যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আয়োজন করা হবে এই অনুষ্ঠান। একই অনুষ্ঠানে মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ ও বন্ধু সার্জিও বুসকেটসকেও অভ্যর্থনা দেয়ার কথা জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

তবে ওই বিবৃতিতে মেসি কিংবা বুসকেটস কারও নামই উল্লেখ করেনি এমএলএস। যেহেতু এখনও তাদের সঙ্গে ক্লাবের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি। তবুও লিগ ও ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় ‘সাইনিং’কে কেন্দ্র করেই বড় আয়োজন বলে মৃদু আলোচনা করছেন অনেকে। ইতোমধ্যে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!