বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

তামিমকে প্রধানমন্ত্রী ডেকেছেন

গেজেট ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর নাগাদ চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। তামিমের অবসর নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন তামিমের সঙ্গে যোগাযোগ করতে চেয়েও ব্যর্থ হয়েছেন তিনি। এবার অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শুক্রবার (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে গেছেন তামিম ইকবাল। আগামী ১৮ জুলাই পারিবারিক সফরে দুবাই যাবেন। তার আগে আজ বা আগামীকাল যে কোনো সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

তামিমকে অবসর থেকে ফেরাতে চায় বিসিবি। বৃহস্পতিবার রাতে বিসিবির জরুরী সভার পর গণমাধ্যমকে পাপন বলেছিলেন, ‘সকাল (কাল) থেকে ওকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। তার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই, ওর সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি আমি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটারের এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন