খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে তামিম

ক্রীড়া প্রতিবেদক

বৃহস্পতিবার হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর থেকেই ক্রিকেটপাড়ার মূল আলোচনার বিষয় এটই। এসবের মাঝে এমনও গুঞ্জন ওঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তামিম।

যদিও শেষ পর্যন্ত সেটা সত্যি হয়নি। তবে এবার সত্যিই  প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন তামিম। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন সদ্য অবসর নেয়া বাংলাদেশের এই ক্রিকেটার। বিশ্বস্ত এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে বৃহস্পতিবার অবসরের ঘোষণা দিয়ে আজ সকালেই (শুক্রবার) চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তামিম। সঙ্গে ছিলেন বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ঢাকায় ফিরে ১৮ জুলাই পারিবারিক সফরে তামিম চলে যাবেন দুবাই। সেখানে কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটানোর পর আবারও দেশে ফিরবেন সাবেক এই ক্রিকেটার।

সাম্প্রতিক সময়টাতে চোট নিয়ে বেশ ভুগছিলেন তামিম। চোটের কারণে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেনি তিনি। পিঠের নিচের অংশের পুরনো ব্যথা মাথাচাড়া দেওয়ায় কিছুদিন আগে খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন তামিম জানান, শতভাগ ফিট নন। প্রথম ম্যাচ খেলার পর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার জানিয়েই দেন অবসর নেয়ার সিদ্ধান্ত।

তামিমকে অবসর থেকে ফেরাতে উদ্যোগ আছে বোর্ডেরও। কাল রাতে ঢাকায় বোর্ড পরিচালকদের এক জরুরি সভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘সকাল (কাল) থেকে ওকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি।’

‘আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই, ওর সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি আমি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটারের এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এরপর থেকেই বিসিবি অপেক্ষা করছে তামিমের সাড়া পাওয়ার। কিন্তু তামিম এখন পর্যন্ত বিসিবির সঙ্গে কোনো যোগাযোগ করেননি। এর মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গিয়েছেন তামিম।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!