খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
  উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের পরিচয় মিলেছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছো হস্তান্তর করা হয়েছে।

নিহত ৪ জনের মধ্যে খুলনা সামসুর রহমান রোডের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত চিকিৎসক (মেডিসিন) সামসুল আলম, এ্যাম্বুলেন্স চালক মো. মোমিন, তার সহযোগী মো. ফয়সাল ও ঢাকা মর্ডাণ সাইক্রিয়াটিক হাসপাতাল লিমিটেডের স্টাফ জুয়েল হাসান। এ ঘটনায় আহত ৩জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক খান মোঃ শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে মানসিক রোগী সামছুল আলম নামে এক অবসরপ্রাপ্ত চিকিৎসককে নিয়ে খুলনার সামছুর রহমান সড়কের বাসা থেকে ঢাকার কেরানিগঞ্জের মর্ডাণ সাইক্রিয়াটিক হাসপাতাল লিমিটেডের ম্যানেজারসহ স্টাফরা একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিল। রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটি গোপালগঞ্জ শহরের আরামবাগ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা সদর উপজেলার ঘোনাপাড়াগামী একটি মাটিকাটা স্কেবেটরবহনকারী লোবেটের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালক মোঃ মোমিন নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে অ্যাম্বুলেন্সের রোগী সামছুল আলম যারা যান। আর হাসপাতালে আনার পর পটুয়াখালি জেলার ডুমকি উপজেলার মো. শাহ আলমের ছেলে জুয়েল হাসান ও অ্যাম্বুলেন্স হেলপার মোঃ ফয়সালের মৃত্যু হয়।

আহত চারজনের মধ্যে ১জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। বাকী তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ঘটনাস্থলে যেয়ে জানতে পারি অ্যাম্বুলেন্সটির দ্রুতগতি ছিল। সে নিয়ন্ত্রণ হারিয়ে লোবেটের সঙ্গে এসে ধাক্কা খেলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত সামছুল আলমের ছেলে রিশাদুল আলম বলেন, আমার বাবা প্রায় তিন বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। উনার চিকিৎসার জন্য কেরানীগঞ্জের মর্ডাণ সাইক্রিয়াটিক প্রাইভেট হাসপাতালে নেয়া হচ্ছিল। আগেও এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বর্তমানে শরীরের অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে কল করা হয়। হাসপাতালের লোকজনই বাবাকে নিয়ে রওনা হয়। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী থ্রি-হুইলার চালক আফজাল হোসেন বলেন, ঘটনা আমি দেখেছি। অ্যাম্বুলেন্সটি গতি ছিল বেশী। কিছু বুঝে ওঠার আগেই দেখি অ্যাম্বুলেন্সটি লোবটের মাঝামাঝি এসে ধাক্কা খায়। এতে বিকট শব্দ হয়। এসময় দুইটি গাড়ী দুই দিকে ছিটকে যায়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় নিহত ও আহতদের গোপালগঞ্জ হাসপাতালে আনা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ জানিয়েছেন, পরে আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া নিহতদের পরিবার প্রতি নগদ ২৫ হাজার ও আহতদের পরিবার প্রতি ১০ হাজার করে টাকা দেয়া হয়েছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!