খালিশপুর গ্রীন ফিল্ড ক্রিকেট একাডেমী আয়োজিত খালিশপুর টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মিরা স্মৃতি সংসদ। শুক্রবার খালিশপুর বায়তুল ফালাহ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তারা ১১৩ রানের বড় ব্যবধানে দিগন্ত স্পোর্টসকে পরাজিত করে।
ফাইনালে আগে ব্যাট করে মিরা স্মৃতি সংসদ নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান সংগ্রহ করে। দলের মাত্র ১৮ বলে ৬টি ওভার বাউন্ডারি ও ২টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪৭ রান করেন দলের উদ্বোধনী ব্যাটসম্যান সানি। শাহেদের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান। ২৯ বলে তিনটি বাউন্ডারি ও সমান সংখ্যক ওভার বাউন্ডারির সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া ২৬ রান করেন টগর। দিগন্ত স্পোর্টসের হয়ে দারুন বোলিং করেন জুয়েল। ১৬ রান খরচায় একাই নেন ৬ উইকেট। ৩টি উইকেট নেন আব্দুর রব।
১৬৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৫০ রান তুলতেই গুটিয়ে যায় দিগন্ত স্পোর্টস। দলের হয়ে ইব্রাহিম সর্বোচ্চ ১৭ রান করেন। বিজয়ী দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন টগর। মাত্র ৬ রান খরচায় একাই নেন ৫ উইকেট। ২টি উইকেট নেন আসিফ।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নব নির্বাচিত সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম। গ্রীন ফিল্ড একাডেমীর পরিচালক মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদ, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির।
খুলনা গেজেট/এএমআর