বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২
অনুর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে বৃষ্টির বাগড়া

ক্রীড়া প্রতিবেদক

খুলনায় শুরু হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বৃহস্পতিবার (৬ জুলাই) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সকালে বাংলাদেশ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময় সকাল ৯টায় খেলা শুরু হয়নি। সকাল ১০টার দিকে খেলা শুরু হলেও আবারও বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা।

প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩ ওভারে ৮ রান সংগ্রহ করেছে। এরপরই শুরু হয় বৃষ্টি। ফলে এখনও বন্ধ রয়েছে খেলা।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ওপেনিং নেমেছে হেলহুয়ান দ্রে প্রিটোরিয়াস ও জোনাথন ফন জাইল। ব্যক্তিগত ৪ রান করেছে তারা।

সূচি অনুযায়ী, আজ ৬ জুলাই, আগামী ৯ ও ১১ জুলাই সিরিজের প্রথম তিনটি ওয়ানডে শেখ আবু আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর শেষ দু’টি ওয়ানডে অনুষ্ঠিত হবে রাজশাহীতে, ১৪ ও ১৭ জুলাই। পাঁচ ম্যাচের এই সফর শেষ করে প্রোটিয়া যুবা দল বাংলাদেশ ছাড়বে ১৮ জুলাই।

 

খুলনা গেজেট /একরামুল হক লিপু/ এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন