বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ৩৬ দল নিয়ে চূড়ান্ত আন্দোলনে যাবে বিএনপি। তিনি বলেছেন, এবার হবে চূড়ান্ত আন্দোলন।
বুধবার (০৫ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াঁজো কমিটির বৈঠকে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে নিজেদের হাতের মুঠোয় রাখতেই সরকার আরপিও সংশোধন করেছে। এই সংশোধন সুষ্ঠু নির্বাচনের পরিপন্থি।
মানুষের ভোটের অধিকার কেড়ে নিতেই এমনটা করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও লিয়াঁজো কমিটি বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।
খুলনা গেজেট/কেডি