চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। তার মধ্যেই দ্বিতীয় দফা আধাঘণ্টারও বেশি সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। অবশেষে থেমেছে বৃষ্টি। সন্ধ্যা ৬-৫০ মিনিটে আবার শুরু হবে খেলা। ৪৩ ওভারে নেমে এলো ম্যাচ।
বৃষ্টি বাঁধায় ৩৪.১ ওভারের পর আবার বন্ধ হয়ে যায় খেলা। বৈরি আবহাওয়ায় সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৪৪ রান।
৭২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে ম্যাচে ফেরাচ্ছিলেন সাকিব ও হৃদয়। কিন্তু ওমরজাইয়ের বলে অফসাইডে শট খেলতে গিয়ে নবির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। এরপর মুশফিকও এদিন আস্থার প্রতীক হয়ে দাঁড়াতে পারেননি। রশিদ খানের গুগলিতে ১ রান করে আউট হন তিনি। সাকিব-মুশফিকের দ্রুত বিদায়ে চাপে পড়ে বাংলাদেশও।
সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ একাদশ সাজিয়েছে ৩ পেসার নিয়ে। অন্যদিকে, আফগানিস্তান তাদের স্কোয়াড সাজিয়েছে তিন পেসার ও তিন স্পিনার দিয়ে।
খুলনা গেজেট/এসজেড