বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

তামিম, লিটন ও শান্তকে হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচে শুরুতে ভালো করলেও তামিম, লিটন ও শান্তকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। দলের ১২.২ ওভারে ৭১ রানে ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। তামিম ইকবাল ১৩ রান, লিটন দাস ২৬ ও নাজমুল হাসান শান্ত ১২ রান করে সাজঘরে ফেরেন।

ব্যাট হাতে লড়ছেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়।

এরআগে আজ দুপুর ২ টায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন আফিফ হোসেন। বাদ পড়েছেন এবাদত হোসেন। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান।

অন্যদিকে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে সফরকারী। দলে ফিরেছেন রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবরা। এই ম্যাচে পেসার সেলিম সাফির অভিষেক হচ্ছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন