পবিত্র ঈদুল আজহার পশু কোরবানীর চামড়ার বাজারে ধস নেমেছে সুবিধাভোগী ট্যানারী মালিকদের কারসাজিতে। দেশীয় চামড়া শিল্প রক্ষার খোড়া যুক্তিতে কাঁচা চামড়া রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্তে ট্যানারী মালিক ও আড়ৎদারদের মেদভুড়ি বাড়লেও ক্ষতিগ্রস্ত হয়েছে কোরবানীর চামড়ার উপর নির্ভরশীল খামারি, বিশেষ করে এতিমখানা ও মাদরাসা লিল্লাহ্ বোর্ডিং। এ সময়ে এতিমখানা ও মাদরাসা লিল্লাহ্ বোর্ডিংয়ের উল্লেখযোগ্য আয় হয় এই থেকে।
উল্লেখ্য, এবার গরুর চামড়া ক্রয়ের জন্য সরকারের বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তর ট্যানারী মালিক ও আড়তদার নেতাদের উপস্থিতিতে মূল্য নির্ধারণ করে দেয়। কিন্তু সরকারি বিধি-বিধান উপেক্ষা করে গরুর চামড়া প্রতিটি ৮০০ থেকে ১০০০ টাকার পরিবর্তে ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রয় হলেও ছাগল-ভেড়ার চামড়ার কোনো দামই ছিল না। ২ লাখ টাকার গরুর চামড়া বিক্রি হয়েছে মাত্র ২৫০ টাকা। দাম না থাকায় অনেক চামড়া নষ্ট হয়েছে। অনেকে রাগে-ক্ষোভে চামড়া ফেলেও দিয়েছেন। ফলে বঞ্চিত হয়েছে প্রাণিসম্পদ তথা জাতীয় রাজস্ব খাত। কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানিতে ভালো সম্ভাবনা ও অর্ডার থাকা সত্বেও ট্যানারী মালিক সমিতি ও আড়ৎতার সমিতির সিন্ডিকেটের কারণে বারংবার ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের তৃতীয় বৃহত্তম রাজস্ব আহরণে চামড়া খাত। বিকশিত চামড়া শিল্প আজ একটি শক্তিশালী দুষ্টচক্র সিন্ডিকেটের হাতে জিম্মি।
চামড়া শিল্পের দুষ্টচক্র ও সিন্ডিকেটের এহেন অবৈধ কার্যকলাপে গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ ফেডারেশন, খুলনা বিভাগীয় কমিটির খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র সভাপতি মাওঃ ইব্রাহিম ফয়জল্লাহ এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনা’র মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, মোঃ ইলিয়াছ চৌধুরী, এইচ এম সিদ্দিকুর রহমান, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, মোঃ মাহবুবুর রহমান মিঠু প্রমুখ।
খুলনা গেজেট/এনএম