খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
  উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে

আওয়ামী লীগের প্রেসক্রিপশনে নির্বাচন হবে না : রিজভী

গেজেট ডেস্ক

আওয়ামী লীগের প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব যাই বলুন না কেন, অবৈধভাবে সশস্ত্র শক্তি প্রয়োগ করে আর ক্ষমতায় যাওয়া যাবে না।’

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ‘দেশের জনগণ এবং বিশ্ববাসীর কাছে এটা স্বীকৃত যে, অবৈধ সরকার গোটা দেশ অবৈধভাবে দখল করেছে। গত ১৪ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল হাড়-হিম করা আতংকের। গুম, নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি, সাংবাদিক হত্যা, বেআইনি আটক ও রহস্যজনক নিখোঁজের হিড়িকের মধ্য দিয়ে ওবায়দুল কাদের সাহেবরা দেশ চালিয়েছেন। এই প্রেসক্রিপশন অনুযায়ী দেশ শাসনের অবসান ঘটাতে এবার জনগণ সর্বাত্মক প্রস্তুত আছে।’

তিনি বলেন, ‘দেশটা আওয়ামী নেতাদের বাপ-দাদার জমিদারি নয়। এরা আক্রমণাত্মক ভাষায় শিষ্টাচার ও বিনয়কে বিদায় দিয়েছে। যখন যা ইচ্ছে সেটা করবেন এবং বলবেন, সেই দিন শেষ হয়ে আসছে। দেশের জনগণকে আওয়ামী শাসকগোষ্ঠীর কাছে কৃপাপ্রার্থী বানানোর চেষ্টার অবসান ঘটিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে।’

তিনি আরও বলেন, ‘‘টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার লক্ষ্য দেশবাসীর ভাগ্য পরিবর্তন করা’- চৌদ্দ বছর ধরে অবৈধভাবে শাসনের পর আর কবে আপনি মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন? আপনার আসল লক্ষ্য আপনি বাস্তবায়ন করেছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, মানবাধিকার কেড়ে নিয়ে, ন্যায়বিচার কেড়ে নিয়ে, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের সম্পদ লুট করে ফোকলা করে দিয়ে।’’

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আপনি ৫-১০ টাকা কেজি কাঁচা মরিচকে এখন ১ হাজার টাকায় উন্নীত করেছেন। সাধারণ মানুষকে আধপেটা খাওয়ার ব্যবস্থা করেছেন। আপনার মনের ইচ্ছানুযায়ী রায় লিখিয়ে আদালতের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে সাজা দিয়েছেন। বিএনপির অর্ধকোটি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছেন। লক্ষ লক্ষ নেতাকর্মীকে বাড়িছাড়া, ঘরছাড়া ও এলাকাছাড়া করেছেন। আর যিনি ন্যায়বিচার করে রায় দিয়েছেন সেই বিচারককে আপনি দেশ ছাড়তে বাধ্য করেছেন। নিজেদের আদর্শে আইনশৃঙ্খলা বাহিনী গড়ে তুলে বিরোধী দল দমনে লক্ষ্য পূরণ করে যাচ্ছেন। তবে এবার জনগণ অপশাসনের দিনের অবসান ঘটাবে। মানুষ গণতন্ত্র অর্জনের জন্য সকল প্রস্তুতি নিয়ে মাঠে নামবে।’

ঈদের আগে ও পরে বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার তথ্য তুলে ধরে রিজভী বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তারের জন্য সশস্ত্র সহিংসতায় এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় অর্থনীতিকে লুটপাট করে বিদেশে সুখে-শান্তিতে থাকার জন্য আবাসস্থল বানিয়ে চিরদিন আরাম-আয়েশে থাকার জন্য গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে গোটা জাতিকে বন্দি করেছে। গণতন্ত্র ও মানবাধিকার এখন চরম দুর্দশাগ্রস্ত।’

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দলের নেতাকর্মীদের ওপর হামলার চিত্র তুলে ধরে জানান, গত ১ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বিএনপি নেতা হারুন শেখ এবং আওলাদ শেখ, ছাত্রদল সহ-সভাপতি ওমর ফারুকসহ ১৪ জনকে অজ্ঞাত আসামি করে মোট ৪টি মিথ্যা মামলা দায়ের করেছে। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে। গত ২ জুলাই রাত ৮টায় জাসদ ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল হোসাইন সোহাগ গুরুতর আহত হন। জাসদ ইনু কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপনের নির্দেশে ভেড়ামারা উপজেলা জাসদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজিম হোসেন শেবুল, জাসদ যুব জোটের নেতা তুষার, রাহুল, সুমনসহ প্রায় ১০/১২ জন সন্ত্রাসী আল হোসাইন সোহাগকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

তিনি আরও জানান, গত ৩ জুলাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বিএনপি নেতাকর্মীদের নিয়ে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় শেষে বাড়ি ফেরার পথে ফটিকছড়ির হেঁয়াকু বাজারে আওয়ামী লীগ সন্ত্রাসীরা তার গাড়িবহরে হামলা চালায়। হামলায় আহত হয়েছেন বিএনপি নেতা আবুল খায়ের, আবুল হাসেম, যুবদল নেতা সামশু, ভূঁজপুর থানা যুবদল নেতা শামসুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা জসিম উদ্দিন, আরিফ, ইউসুফ, হানিফ, ছাত্রদল নেতা মীর মো. আলী আকবর, আনিচুর রহমান টিটু, ইয়াকুব, জয়নাল আবেদিন, জামশেদ আলম, আরিফ হোসেন ফারহানসহ অর্ধশতাধিক নেতাকর্মী। তাদের প্রায় শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। একই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা চত্বরে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান ও জিল্লুর রহমান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!