মঙ্গলবার । ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ । ১লা আশ্বিন, ১৪৩২

জেনিন ‘সঙ্কটজনক’ স্বাস্থ্য পরিস্থিতির মুখোমুখি: ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের জেনিনের শরণার্থী শিবিরের পরিস্থিতি ‘খুব কঠিন’ হয়ে উঠেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা। আল জাজিরাকে তিনি এ কথা জানান।

তিনি বলেন, হামলায় পানি ও বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে শরণার্থী শিবিরের ভিতরে, যা শরণার্থীদের জীবনকে আরও কঠিন করে তুলেছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য পরিস্থিতি সত্যিই খুব সংকটজনক।

আল-কাইলা জানান, হাসপাতালগুলোতে হামলায় আহতদের ভিড় ছিল এবং সহিংসতার কারণে শ্রমিকরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে পৌঁছাতে লড়াই করছিল।

তবে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই স্থানীয় হাসপাতালগুলোকে এ ধরনের হামলার জন্য প্রস্তুত করেছে বলে জানান আল-কাইলা।

মন্ত্রী বলেন, চিকিৎসাসামগ্রী এবং ওষুধ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এগুলো তিন মাসের জন্য যথেষ্ট। গত সপ্তাহেই এটা করা হয়েছিল। কারণ, আমরা অনুমান করেছিলাম, ইসরায়েল জেনিনে আগ্রাসন চালাবে।

প্রসঙ্গত, সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ড্রোন হামলার মধ্য দিয়ে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ব্যাপকমাত্রায় অভিযান শুরু করে। ইসরায়েলের হামলায় ইতোমধ্যেই ৯ জন নিহত হয়েছে। এ ছাড়া বিমান হামলায় আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দা ও কর্মকর্তারা।

জেনিনে হামলার বিষয়ে ইসরায়েল বলছে, তারা সন্ত্রাসী সংগঠনগুলোর ব্যাপক ক্ষতি সাধন করেছে। তবে ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন