শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

কয়রায় অপদ্রব্য মিশ্রিত চিংড়ি জব্দ

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় পৃথক অভিযানে দুই শত ১০ কেজি অপদ্রব্য মিশ্রিত বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। সোমবার কয়রা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক অভিযান চালিয়ে এ চিংড়ি জব্দ করেন। এ সময়ে পাঁচ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, সোমবার সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের পায়রা তলার আইট থেকে ৬০ কেজি অপদ্রব্য মিশ্রিত বাগদা চিংড়ি জব্দ করেন। আর দুপুর ১২টার দিকে ফুলতলা বাজার থেকে ১৫০ কেজি অপদ্রব্য মিশ্রিত বাগদা চিংড়ি জব্দ করা হয়। এসব জব্দকৃত চিংড়ি মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়। এছাড়া ৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন