টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সওজ নব-নিযুক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান। সোমবার দুপুরে জাতির জনকের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে তিনি বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী রেজাউল করিম, ড. আব্দুল্লাহ আল মামুন. গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম, গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাশ, প্রধান প্রকৌশলীর স্টাফ অফিসার নির্বাহী প্রকৌশলী মোঃ হালিমুর রহমান, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার, আব্দুল হালিম, রাছেল সিকদার, মোঃ করিম আলী খান, মোহাম্মাদ বিল্লাল কাজী, সাজ্জাদুল ইসলাম, শিবলী সাদিক , মোঃ হাফিজ উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে সওজ প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান গোপালগঞ্জ সড়ক বিভাগে একটি গাছের চারা রোপন করেন।
খুলনা গেজেট/এসজেড