ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি সাগর নন্দিনী-২ ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর সেখান থেকে জ্বালানি তেল সরিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া এ ঘটনায় নিখোঁজ পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (০১ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনার পর প্রায় নয় লাখ লিটার জ্বালানি তেলবাহী জাহাজ থেকে কিছু তেল বের হয়ে নদীতে মিশতে দেখা যায়, এরপর স্থানীয়রা তেল ছড়িয়ে পরিবেশের ক্ষতির আশঙ্কা করেন।
এর মধ্যেই বিকালের দিকে প্রায় ডুবে যাওয়া জাহাজ থেকে পাম্প করে পাইপ লাইনের মাধ্যমে ছোট ছোট দুটি কার্গো ট্যাংকারে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আসিফ মালিক।
তিনি বার্তা সংস্থাকে বলেন, “এরই মধ্যে কাজ শুরু হয়েছে। জাহাজটিকে তীরের কাছাকাছি নিয়ে আসার কথা বলা হয়েছে। আশা করি, রাতের মধ্যে সব তেল সরিয়ে নেওয়া সম্ভব হবে।”
ঘটনার সময় পদ্মা অয়েল ডিপো পরিদর্শনের জন্য ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা। তাদের দিক-নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করা গেছে বলে জানান আসিফ মালিক।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিএস হোসেন আহমেদও একই কথা বলেছেন।
ঈদের দিন ট্যাংকারটি ঝালকাঠির সুগন্ধা নদীর পাড়ে পদ্মা অয়েল কোম্পানির জন্য জ্বালানি তেল নিয়ে আসে। সেটি নোঙ্গর করা ছিল রাজাপুর গ্রামের কাছে। শনিবার দুপুরে হঠাৎ করেই ট্যাংকারটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
সাগর নন্দিনী-২ মাত্র ছয় মাস আগে ২৪ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর থেকে জ্বালানি তেল নিয়ে চাঁদপুরে পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে যাওয়ার পথে ভোলার তুলাতুলি কাঠিরমাথা এলাকায় ডুবে গিয়েছিল। তখন কুয়াশার মধ্যে বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ট্যাংকারটির তলা ফেটে ডুবে গিয়েছিল।
শনিবার বিকট শব্দে বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড কাজ শুরু করে বলে জানান ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম।
তিনি বলেন, ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আহত শাকিল (৩৫), ফরিদুল আলম (৫৩), ইকবাল হোসেন (২৭), মাইনুল ইসলাম হৃদয় (২৯) এবং বাবুর্চি বেলায়েতকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া যে চারজন নিখোঁজ ছিলেন তাদের উদ্ধার করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ।
স্থানীয়রা জানান, জাহাজটি নদীর দক্ষিণ পাড় বরাবর নোঙ্গর করা ছিল। হঠাৎ বিকট শব্দে সবাই ভয় পেয়ে যান। পেছনের দিকে ইঞ্জিন রুমে বিস্ফোরণে পর জাহাজের ওপরের অংশ ছিটকে পড়ে যায়। তখন আগুন জ্বলছিল ও ধোঁয়া উড়ছিল।
জাহাজটিতে কোথাও কোথাও ফাটলের চিহ্নও দেখা গেছে। ট্যাংকারটির আশপাশে কিছু তেলও ভাসতে দেখেছেন স্থানীয় সংবাদকর্মীরা। বিস্ফোরণের পর অনেকেই ট্রলার নিয়ে ট্যাংকারটির কাছে যাওয়ার চেষ্টা করেন।
বরিশাল নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দ্বীনে আলম বলেন, জাহাজের কেউ এখন আর নিখোঁজ নেই। সবাইকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জাহাজটিকে উদ্ধারেও তৎপরতা চলছে।
জাহাজ থেকে তেল যাতে নদীতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কোস্ট গার্ডের ল্যামোর সংযোজিত অত্যাধুনিক বোট ভোলা থেকে রওয়ানা হয়েছে। খুব শিগগির সেটা ঘটনাস্থলে পৌঁছাবে বলে জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।
স্থানীয় একজন বাসিন্দা সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের পর ঘাটে থাকা ট্রলার নিয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি জাহাজটি ডুবে যেতে এবং তেল নদীতে ছড়িয়ে যেতে দেখেছেন। এই তেল ছড়িয়ে পড়লে এখানকার মৎস্য সম্পদ ও পরিবেশের ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এর আগে, ২০২১ সালের ১২ নভেম্বর সুগন্ধা নদীর একই স্থানে একই কোম্পানির সাগর নন্দিনী-৩ জাহাজটিতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছিলেন।
খুলনা গেজেট/কেডি