সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাবেক নেতা শেখ আবুল হোসেনের মরদেহ পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে। শনিবার এশার নামাজের পর তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে তার মরদেহ ভারত থেকে খুলনার হাজিবাড়িতে আনা হয়। তার মৃত্যুতে শোকসন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এদিকে আলহাজ্ব শেখ আবুল হোসেনের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা শোকাহতদের পাশে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্যধারনের জন্য সান্তনা দেন। পরে নেতৃবৃন্দ জানাযা সহ সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ যুুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মঈনুল ইসলাম নাসির, আতাউর রহমান শিকদার রাজুসহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অপরদিকে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি।, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
খুলনা গেজেট/এসজেড