যেকোনো খেলাতেই ক্রীড়াবিদদের গুরুত্বপূর্ণ একটি বিষয় ফিটনেস। ক্রিকেটে ভালো করতে চাইলে ভালো ফিটনেসের বিকল্প নেই। এতদিন দেশীয় ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ে বিপ টেস্ট করা হতো। তবে এবার অন্য পদ্ধতিতে খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন এই পদ্ধতির নাম ইয়ো-ইয়ো টেস্ট।
করোনার এই সময়ে দীর্ঘদিন বাসায় বসে ছিলেন ক্রিকেটাররা। কেউ কেউ অবশ্য বাসাতেই ফিটনেস ঠিক রাখার চেষ্টা করেছেন। এরইমধ্যে মিরপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দললের ক্রিকেটাররা। অনুশীলনের প্রথম দিনে ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা দেখা হয়েছে ইয়ো-ইয়ো টেস্টের মাধ্যমে।
হাই পারফরম্যান্স দলের পাশাপাশি এবার জাতীয় দলের জন্যেও ইয়ো-ইয়ো টেস্ট চালু করতে যাচ্ছে বিসিবি। তবে এ বিষয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
নতুন ধরণের টেস্টের বিষয়ে এইচপির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ তুষার কান্তি হাওলাদার বলেন, বিপ টেস্ট মূলত এনডিউরেন্স টেস্ট। অন্য দিকে ইয়ো-ইয়ো টেস্ট হলো এয়ারোবিক এনডিউরেন্স টেস্ট। আমার জানা মতে বাংলাদেশে এবারই প্রথম ইয়ো-ইয়ো টেস্ট হলো।
তিনি আরো বলেন, নতুন কিছুতে মানিয়ে নিতে একটু সময় লাগেই। তারপরও ছেলেরা সবাই বেশ ভালো করেছে। আমি এটা বলব না যে ওদের পারফরম্যান্স খুব দারুণ কিছু বা বিশ্বমানের ছিল। তবে সবারই বেশ সন্তোষজনক ছিল।
বিপ টেস্ট ও ইয়ো-ইয়ো টেস্টের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। বিপ টেস্টে ক্রিকেটারদের টানা দৌড়াতে হয়। অন্য দিকে ইয়ো-ইয়ো টেস্টে ৫-১০ সেকেন্ড বিরতি নেয়ার সুযোগ থাকে। বাংলাদেশে এখনো এই টেস্ট চালু না হলেও শ্রীলংকা, ভারত ও নিউজিল্যান্ডে এই পদ্ধতি চালু আছে।
খুলনা গেজেট/এএমআর