সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার (২৮ জুন) ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগেই ফিফা থেকে সুখবর পেয়েছে জামাল-তপুরা। মালদ্বীপকে হারানোর পর ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের।
সদ্য হালনাগাদকৃত ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে বর্তমানে ১৯১ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। মূলত, শেষ ম্যাচে মালদ্বীপকে হারানোয় ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। র্যাঙ্কিংয়ের ১৫৪ নম্বর দলকে হারানোর মাধ্যমে ৭ দশমিক ৫৯ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের, আর তাতেই ব্রুনাইকে পেছনে ফেলে ১৯১ নম্বরে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বর্তমানে জামাল ভূঁইয়াদের রেটিং পয়েন্ট ৮৯১ দশমিক ৩৭।
নিজেদের শেষ ম্যাচে ভুটানকে হারাতে পারলে আরও ২.৫৬ পয়েন্ট যোগ হবে বাংলাদেশের। যদিও তাতে র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসবে জামাল-তপুদের। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার রাত আটটায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয়ের লক্ষ্যেই ভুটানদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এর আগে, নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারায় রাকিব-মোরসালিনরা।
খুলনা গেজেট/এসজেড