শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২
স্মরণসভায় বক্তারা

সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যা মামলা পুন:তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক

একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি’র সম্পাদক হুমায়ুন কবীর বালু’র ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তারা সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যা মামলা পুন:তদন্ত দাবি করে হত্যাকান্ডের মোটিভ, পরিকল্পনাকারী, অর্থযোগানদাতা ও গডফাদারের পরিচয় উন্মোচন করতে সরকারের কাছে আহবান জানান। এ নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত সকলের উচ্চ আদালতে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজার সঞ্চালনায় স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও ফারুক আহমেদ, মরহুম সাংবাদিক হুমায়ুন কবীর বালু’র বড় ছেলে ও দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক আসিফ কবীর ও ছোট ছেলে আশিক কবীর, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাবের সহকারী সম্পাদক সুনীল কুমার দাস, কার্যনির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, ক্লাব সদস্য মোঃ আব্দুল হামিদ প্রমুখ।

স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলনে ক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, কার্যনির্বাহী সদস্য মো: তরিকুল ইসলাম, ক্লাব সদস্য আলমগীর হান্নান, শেখ কামরুল আহসান, হারুন-অর-রশীদ, ওয়াহেদ-উজ-জামান বুলু, আব্দুল মালেক, আব্দুস সাত্তার, এজাজ আলী, এস এম নূর হাসান জনি, দীলিপ কুমার বর্মন, রিংটন মন্ডল, শেখ জাহিদুল ইসলাম, শশাংক স্বর্ণকার, প্রবীর কুমার বিশ্বাস, অস্থায়ী সদস্য কাজী ফজলে রাব্বী শান্ত, নাজমুল হক পাপ্পু, মোঃ হেলাল মোল্লা, মো: রায়হান মোল্লা, খান মোহাম্মদ আজরফ হোসেন (মামুন খান), তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এর আগে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক হুমায়ুন কবীর বালুসহ নিহত সকল সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় ও পরে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন