শেষ মুহূর্তে এসে যানবাহনের চাপ বেড়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে। যাত্রীবাহী বাসের পাশাপাশি পন্যবাহী ট্রাক ও মোটরসাইকেলে করে ঝুঁকি নিয়ে মানুষ স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ী ফিরছে। এদিকে বাড়ি ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার অফিসার ইনচার্জ রওশন ইউজদানি জানান, মঙ্গলবার (২৭ জুন) ভোরে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে দুই ভাই সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদে বাড়ি যাওয়ার পথে সেতুর পশ্চিম গোল চত্বর এলাকায় পৌছলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক উজ্জ্বল নিহত হয়। আহত হয় তার ভাই। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
এদিকে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কের বিভিন্ন স্থানে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে।
খুলনা গেজেট/এসজেড