অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব শ্বেতী রোগ দিবস পালন করা হয়েছে। এ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনায় দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে রোববার (২৫ জুন) সকাল সাড়ে ৮টায় খুলনা মেডিকেল কলেজ চত্বর থেকে একটি জনসচেতনতামুলতক র্যালী বের হয়।
খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল চর্ম ও যৌনরোগ বিভাগের আয়োজনে র্যালী শেষে খুলনা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এ বিষয়ে জনসচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চর্ম ও যৌনরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা: মোশতাক হাসান চৌধুরী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: দ্বীন উন ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন ডা: আব্দুল্লাহ আল মামুন।
আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, শ্বেতী রোগের কারণে বিশেষত মেয়েদের বিবাহ না হওয়া, সংসার ভেঙ্গে যাওয়াসহ আরও অনেক ধরনের মানবিক সমস্যায় পড়তে হয়। অথচ এ রোগটি অনেকাংশে নিরাময়যোগ্য। বক্তারা বলেন, শ্বেতী কোনো ছোঁয়াচে রোগ নয়, এটা কোনো অভিশাপও নয়। এটি আর ১০টি রোগের মতোই একটি রোগ মাত্র। আলোচনা পূর্বে খুলনা মেডিকেল কলেজ চত্বর থেকে একটি র্যালী বের হয়। এ সময় হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ এসজেড