খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট, সোনালী, এ্যাজাক্স, জুট স্পিনার্স, আফিল হুগলি বিস্কুট কোঃ শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ ও বন্ধকৃত সকল ব্যক্তি মালিকানা মিল চালু দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৩ জুন) বিকাল ৪টায় ব্যক্তিমালিকানাধীন পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শিরোমনি আওয়ামী লীগ অফিসের সামনে এ শ্রসমক জনসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল খান।
জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা জাহাঙ্গির হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন জুট স্পিনার্স মিলের সভাপতি শহিদুল্লাহ, সাধারন সম্পাদক আবুল কালাম, আফিল জুট মিলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ নিজামউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ক্বারী আছহাব উদ্দিন, আমির মুন্সি, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মুস্তাফিজুর রহমান।
জনসভায় বক্তারা বলেন, সরকারি দলের নাম ভাঙ্গিয়ে শ্রমিক ঠকানোর দিন শেষ।, ঈদুল আযহার পুর্বেই শ্রম আইন মোতাবেক আফিল, মহসেন, জুট স্পিনার্স, সোনালী, এ্যাজাক্স , হুগলী বিস্কুট কোঃ সহ সকল বন্ধকৃ”ত মিলের শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাইচুটি,সহ চুড়ান্ত পাওনা এককালিন পরিশোধ করতে হবে। তা না হলে রাজপথ রেলপথ অবরোধ এর মত কঠিন কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারী দেন শ্রমিক নেতারা।
খুলনা গেজেট/কেডি